বেদনা
বেদনা
আশার ক্রোধানলে,
ভ্রান্তির ছলনায়।
তুমি দিলে আমায়,
শেল-সম আঘাত।
বিরহের তীব্র যন্ত্রণা।
মরুভূমির বালুকার ন্যায়
হৃদয়ে দেয় কষ্ট কাতরতা।
অগ্নি শিখার দীপ্ত জ্বালা
অহর্নিশি বেদনার তীব্রতা,
বক্ষে হানে নিষ্ঠুর যাতনা।
কান্নার লোনা জলে
বুক ভাসে বিষের জ্বালায়।
ছটফট করে মন,
তৃষ্ণায় হাহাকার দীপ্ত হৃদয় মোরে।
বিশ্বজিৎ দেবনাথ ( Bishajit Debnath )
No comments