নৌকা
নৌকা
পালতোলা নৌকা
বাতাসের প্রবল টানে,
ভেসে চলে নদীর বুকে।
শীতের শুষ্ক হাওয়ায়
চড়ে পড়ে নৌকা,
আবার শ্রাবণের জলধারায়
নব চেতনায় ভেসে উঠে তরী।
বৈঠা হাতে মাঝি গায়
আপন মনের গান।
পানির কল কল শব্দে
মাঝির মনকে করে শীতল ।
ভ্রমণের আবেগে নৌকা
মানুষের জীবনে আনে,
ছুটে চলার তীব্র বাসনা।
নব চেতনার আবেশে
পরম আনন্দের জোয়ার।
বিশ্বজিৎ দেবনাথ ( Bishajit Debnath )
No comments