রূপবতী
রূপবতী
সৃষ্টি কর্তার সৃষ্টির মায়ায়
তুমি লীলা বতী,
সৌন্দর্যের প্রাচুর্যে
তুমি অনন্যা, গ্রীষ্মের দাব-দাহে
তুমি অসহ্য তীব্র যন্ত্রণা।
রৌদ্রের মার্তন্ডে,
তুমি অগ্নি মূর্তি।
বর্ষার প্লাবনে, তুমি
বৃষ্টির জলধারা।
শীতের কুয়াশায়,
তুমি শিশির বিন্দু।
বসন্তের দিনে, তুমি
সুরেলা বাসন্তী কুহুকিনী।
গভীর পূর্নিমা নিশিথে, তুমি
চাঁদের মত সুন্দর।
হাস্নাহেনা ফুলের সুগন্ধ সৌরভ।
তোমার মহিমায় বিমুগ্ধ মন
হৃদয়ে বহে যৌবন জোয়ার।
রুপে লস্যে তুমি রুপবতী।
মায়ার পরশে তুমি মায়াবিনী।
স্মৃতির মাঝে আছ তুমি,
কাঞ্চন মাল্য রুপে।
বিশ্বজিৎ দেবনাথ ( Bishajit Debnath )
Excellent
ReplyDelete