Header Ads

Header ADS

শ্রাবণ জোয়ার

শ্রাবণ জোয়ার জীবনের তৃষ্ণা মিটে শ্রাবণের বর্ষার কল-কল ধ্বনিতে। মুক্ত বিহগ কূলে পাখির উদার চিত্ত মনকে করে আহোরণ। শ্রাবণের অন্ধকার গভীর রাতে, আকাশ থেকে ভেসে আসে,লক্ষ কোটি পুষ্প তারা। নদীর সচ্ছ বারিতে, সাজায় পুষ্পের ডালা। মাঝে-মাঝে বর্ষার বর্ষণ সবকিছু করে একাকার। দ্বি-গন্ত ভরা সুন্দর শ্রাবণকে করে আলিঙ্গন। সজীবতায় ভরে উঠে প্রকৃতি পত্র-পল্লব মনকে করে সজীব।
বিশ্বজিৎ দেবনাথ ( Bishajit Debnath )

No comments

Powered by Blogger.