যখন কোন মনুষ্য হৃদয় অপর কোন হৃদয়ের প্রতি পূর্ণ আস্থা, শতভাগ বিশ্বাস, ভালোবাসা ও
ভালোলাগায় সম্পূর্ণভাবে আসক্ত হয়ে পড়ে,,,, কিন্তু পক্ষান্তরে বিপরীত হৃদয়ে যদি
সমপরিমাণ অনুভূতির ভাব প্রকাশের সামান্য উপলব্ধির উপস্থিতি অনুমেয় না হয় তবে সেটা
কোন প্রকৃত মানবিক সম্পর্ক নয়। এমন মনুষ্য হৃদয় হতে নিজেকে সরিয়ে নেওয়াই সুস্থ
স্বাভাবিক চিন্তা চেতনা ও বুদ্ধিমানের কাজ। মিথ্যে সম্পর্ক বাঁচিয়ে রাখার চেয়ে একক
প্রাকৃতিক সৌন্দর্য স্বরূপ সত্যকে সঙ্গী করে বেছে চলাই উত্তম।
Bishajit Debnath।
No comments