বকুল ফুল
বকুল ফুল
ফুল,ফুল, সুন্দর ফুল
সুগন্ধ ভরা বাদামি বর্ণ।
সুবাস ভরা সৌরভে,
তারার মত রুপ লাবণ্যে
বিমোহিত মিষ্টি গন্ধে
বিমুগ্ধ করে মন।
বকুলের মাল্য,
প্রেয়সী পেয়ে হয় ধন্য।
পাষানের হৃদয়ে আনে
নব-যৌবনের ধূলা।
নারীর অলকে উজ্জ্বল,
স্নিগ্ধ লাবণ্যে মঞ্জুল।
বকুলের ছায়া
মিটায় মনের পিয়াসা।
হৃদয়ের মানষ পটে,
ছবি আকে,
ভালবাসার অতৃপ্ত সাধনায়।
বিশ্বজিৎ দেবনাথ ( Bishazit Debnath )
No comments