মাটি
হে মাটি তুমি পৃথিবীকে করেছ,
জীবন প্রাণের আবাসস্থল ।
জন্ম দিয়েছ নর,তরু, পতঙ্গমান,
ভূ-তে বাজে মায়ার ধ্বনি।
ভূমি গর্ভে আছে কতো,
হীরা,মানিক,ধনরত্ন,মনি।
রংঙের বাহারে মাটি বৈচিত্র্য,
ধরনী অনন্যা ।
ভূমির আপে হিমালয়সহ
আছে কত পর্বত, গিরি-শৃঙ্গ।
প্রাণের সৃষ্টিতে মাটি, তুমি আদি প্রাণ।
বৃক্ষ,তরু-লতাকে করেছ তুমি
যৌবন অমৃত রসে রঞ্জিত ।
তোমার কৃপায় উপ্ত জগতে
কান্ত-শ্রী বিষ্ময় স্মরণে,
তোমার কীর্তি মানবের তরে
ভুলিবারে নয়, স্মরণে ।
বিশ্বজিৎ দেবনাথ ( Bishazit Debnath )
No comments