ভালোবাসার শিহরণ
অনুভবে শিহরণে,,,,
জাগে হৃদয় তারুণ্য ঝড়ে
যৌবনে তার মাতাল দেখা,,,,
না বলা ভাষায় ভাবে,,,,
বুঝবে শেষে ভুলবে জেনে।
ছিলে আশায় ভগ্ন মনে,,,,
খুজবে যেদিন নীল গগনে,,,,
মিটবে না তার হীয়ার ক্ষুধা
দেখবে শুধু বজ্র ঝিলিক,,,,
নিশিতে নগ্ন হৃদয়
আপনি আপন খুজবে ধরায়,,,,
কে জুড়াবে হিংস্র জোঁয়ার
ভালোবাসার সুখের অনল,,,,
সুখশ্রীতে সুখের পাওনা
মিটবে মনের ভালোলাগা,,,,
Bishazit Debnath

No comments