দোলনচাঁপা
দিনে কলি,,, রাতে ফুটন্ত ফুল
আজ সে ফুল বৃষ্টির স্বাদে
ভুলেছে তার রীতি,,,,
দিনেই শিহরণ,, লেগেছে তার ঘায়।
রাতের কর্ম দিনে হচ্ছে,,,,
দিনের কাজ রাতে,,,,
নূতনের নতুন যৌবন
মানেনা কোন বারণ,,,,
প্রকৃতি ও যুগের পালায়
বদলেছে শত নিয়ম,,,,
মনের সাথে মন মিলে যায়
হারিয়ে যেতে নেইকো মানা
এমনি করে চলছে মানুষ,,,,
উন্মাদনায় ভাসছে সবাই
জীবনের এই লীলার রঙে,,,,।
Bishazit Debnath
No comments