সুখী মানুষ
সুখী মানুষের সুখ চিন্তা
দুঃখি মানুষের দুঃখ গাঁথা,,,
এইতো মোদের জীবন ধারা,,,
কাব্য, গল্পে ছন্দে ভরা,,,
কথার কথায় আবেগ ভরা।
বাস্তবে তার শূন্য দেওয়া,,,
যে যার মতন চলতেই তাড়া,,,
কেউ কারো নয়, সবই সবার।
মিথ্যাচারের কথার মালা
সাঁজায় ভদ্র মানুষ,,,
এইতো সমাজ, এইতো মানুষ
যে যার স্বার্থ, সে তার স্বর্গ।
জীবন নিয়ে খেলে সবাই,,,
কেউ নয় তার খেলার সাথী।
Bishazit Debnath
No comments