Header Ads

Header ADS

প্রিয় প্রিয়া

 



কবিতার ছন্দে মাতাল প্রিয় প্রিয়া,,, 

প্রেম সাগরের ঢেওয়ের তালে 

দুলছে প্রিয়ার মন,,,, 

সুখ সমুদ্রের স্বপ্ন জোঁয়ার,,, 

ভাঁসে উতলা মনে....

ভাটার মাঝে শান্তি প্রিয়া 

শান্ত মনে হৃদয় ছোঁয়া।

জল তরঙ্গের স্রোতের খেলা,,, 

আকাশ -মাটির মিলন ধারায় 

ভালোবাসার নীল সাগরে,,, 

বৃষ্টি ছোঁয়ায় ভিজছে মাটি 

তুমি প্রিয়া ভিজবে স্পর্শে

প্রিয়জনের প্রিয় বলে,,,,,/


 Bishazit Debnath

No comments

Powered by Blogger.