Rainbow / রংধনু ( Sun)
Rainbow /রংধনু (sun)
সূর্যের চারপাশে বৃত্তাকারে প্রকৃতির অপার সৌন্দর্য ও লীলা ফুটে উঠেছে চিত্তাকর্ষক রংধনু।
বেশিরভাগ সময় পরন্ত বিকেলে বৃষ্টির পরে পূর্ব আকাশে অথবা পশ্চিম আকাশে রংধনু দেখা যায়।
সাত রং নিয়ে রাঙ্গানো রঙ্গিন বৃত্ত ফুটে উঠে নীল গগনে। কিন্তু সূর্যের রংধনু খুব কমই দেখা যায় সূর্য চারপাশে। এমন মনোহর দৃষ্টি নন্দন দৃশ্য প্রকৃতির খেলা ও অপরুপ চিত্র লীলা। সত্যি অসাধারণ মুগ্ধতার মোহজাল মনকে করে রঙ্গিন ও আনন্দিত।
লাল,নীল,সবুজ, হলুদ,সাদা, খয়েরী ও গোলাপি রঙের ছোঁয়া রংধনু।
ধন্যবাদ সবাইকে
No comments