Header Ads

Header ADS

বৃষ্টি হবে কবে? No rain

 


বৃষ্টি হবে কবে?  No rain ♥️✅

প্রচন্ড গরমে জন জীবন অতিষ্ট, বৃষ্টি নেই কোথায়, বিদ্যুৎ আসে আর যায়। অসহনীয় তাপমাত্রায় প্রকৃতি খেলছে তার খেলা। সমগ্র মহাবিশ্ব আজ বিস্তৃত উচ্চ তাপমাত্রায় ও নিম্ন তাপমাত্রায়,,,, এর জন্য দায়ী একমাত্র আজকের আধুনিক বিশ্বের অতি আধুনিক রাষ্ট্র গুলো। জনসংখ্যা বাড়ছে,বসতি বাড়ছে, অবকাঠামো বাড়ছে, নদী নালা ভরাট হচ্ছে,গাছ পালা কমে যাচ্ছে,,,, প্রকৃত পরিবেশ দূষিত হচ্ছে কলকারখানার বর্জ্যে ও কেমিক্যালে। মানুষ মেরে মানুষের উন্নয়ন করছে আজ আধুনিক রাষ্ট্র ব্যবস্থাপনা। জীবন যতো সহজ হচ্ছে সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকা ততো কঠিন হয়ে উঠছে। ২০০ কোটি জনসংখ্যা ছিল যখন পৃথিবীতে খাদ্যের অভাব ছিল,,, এখন ৮০০ কোটি জনসংখ্যা কিন্তু খাদ্যের অভাব নেই,,, কৃত্রিম ভাবে উৎপাদিত খাদ্য পণ্য এখন মানুষের জীবনে কাল হয়ে দাড়িয়েছে। সার আর বিষে ভরা খাদ্য পণ্য মানুষকে সম্পুর্ন রুপে ধ্বংস করছে সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকায়। 

তবুও বেঁচে থাকতে হবে,,, বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে,,, এরই নাম জীবন ♥️✅


ধন্যবাদ সবাইকে 

বিশ্বজিৎ দেবনাথ 

No comments

Powered by Blogger.