ভালোবাসার পরশ
ভালোবাসার পরশ
তৃষ্ণায় দীপ্ত হৃদয় আমার,
তোমার স্পর্শে করিবে শীতল।
জগতেরে জানি মোরে
সুখ ধরা বলে,
কষ্টের তন্দ্রা জালে
বন্দি করে আপন ডোরে।
বহিঃ ঈর্ষা করে ছাই
সতেজ ভরা মন।
তৃষ্ণার্থ হৃদয় পুঞ্জ,
অমানিশার আধার ঘেরা
প্রান্তহীন মরুভূমি।
নিঃশব্দ ঊষর ভরা,
লক্ষ্য লক্ষ্য মুক্ত তারা
ধরণীকে করে পুষ্প বরণ।
মনে বহিবে প্রাণের ছোঁয়া
তৃপ্তমিত শৈলশিখরান্তে।
বিশ্বজিৎ দেবনাথ ( Bishazit Debnath)
No comments